ইন্টানেটের গতি দেখে নিন
আজকের গতি যুগে প্রায় ঘরে ঘরে ইন্টারনেট ব্যবহার শুরু হয়েছে। বাসায় ইন্টারনেটে সংযোগ নেওয়ার সময় আপনি জেনেছেন আপনার ইন্টারনেটের গতি কত হবে! কিন্তু আপনি কি জানতে পারছেন আপনার ইন্টারনেটের গতি কত? এছাড়া আজকে, গত সপ্তাহে বা এই মাসে কতটুক ব্যান্ডউইথ ব্যবহার করেছেন তার খোঁজ কি রাখেন।
যাদের ব্যান্ডউইথের সীমবদ্ধতা আছে তাদের জন্য এটা জানা জরুরী। এ সমস্যা সমাধান দেবে নেট মিটার সফটওয়্যার। এই সফটওয়্যারের সাহায্যে আপনি প্রতিনিয়তই চলতি ইন্টারনেটের গতি এবং ব্যান্ডউইথ রিপোর্ট হিসাবে দেখতে পারবেন। আপনি www.hootech.com/NetMeter ওয়েবসাইট থেকে নেট মিটার সফটওয়্যার ডাউনলোড করে ইনষ্টল করে ব্যবহার করতে পারেন কিন্তু এটি ৩০ দিনের ট্রাইল ভার্সন হওয়াতে ৩০ দিন পরে আর চলে না।
এছাড়াও আপনি http://readerror.gmxhome.de ওয়েবসাইট থেকে নতুন আরেকটি নেট মিটার সফটওয়্যার ডাউনলোড করে ব্যবহার করতে পারেন। এটি ফ্রিওয়্যার ফলে বন্ধ হওয়ার সম্ভাবনা নেই। এই নেট মিটারে ডাউনলোড রেট, আপলোড রেট এবং উভয়ই গ্রাফ আকারে দেখা যাচ্ছে। এছাড়াও নিচে তাদের মান প্রতি সেকেন্ডে আপডেট হচ্ছে। আপনি চাইলে কাষ্টমাইজ করে দেখতে পারেন। এছাড়াও রিপোর্ট হিসাবে আপনি আজকের, চলতি সপ্তাহের এবং মাসের বিস্তারিত দেখতে পারবেন। এগুলো এক্সপোর্ট করতে পারবেন এবং রিসেট করতে পারবেন। এভাবে নেট মিটারের সাহায্যে প্রতিনিয়ত ইন্টানেটের গতি দেখে নিতে পারেন।