ফ্লিকআর এ ছবি সম্পাদনা করা যাবে
ইয়াহুর অনলাইনে ফটো শেয়ারিং সেবা ফ্লিকআর এ ব্যবহারকারীরা এখন থেকে ছবি সম্পাদনা করতে পারবে। ২০০৫ সালে ফ্লিকআর কিনে নেওয়ার পরে গত সেপ্টেম্বরে ইয়াহু তাদের নিজস্ব ফটো সেবা বন্ধ করে দেয় এবং ইয়াহুর গ্রাহকদের জন্য ফ্লিকআর ব্যবহারের সুযোগ করে দেয়। এবার ফ্লিকআর ব্যবহারকারীরা পিকনিক ইমেজ এডিটিং টুলসের মাধ্যমে আলাদা আলাদা ভাবে ফটো এ্যালবামের ছবি সম্পাদনা করতে পারবে। ফলে ব্যবহারকারীরা ছবির রঙ, আলো, উজ্জলতা এবং অনান্য বৈশিষ্ট পরিবর্তনের পাশাপাশি ছবিতে লেখা (টেক্সট), রেডআই যোগ করা এবং ক্রপ ও রিসাইজ করতে পারবে। যদিও এই সুবিধা সরাসরি পিকনিকের নিজস্ব ওয়েবসাইটেও পাওয়া যায়। এছাড়াও বর্তমানে ফটো শেয়ারিং সাইট ফেসবুক এবং মাইস্পেসে এধরনের সেবা রয়েছে।