ইন্টারনেট এক্সপ্লোরার ব্যবহার বন্ধ করার পরামর্শ

যারা ইন্টারনেট ব্যবহার করেন তাদের সবাই কম বেশী ইন্টারনেট এক্সপ্লোরার ব্যবহার করেন। আর বেশীর ভাগ ইন্টারনেট ব্যাবহারকারীর অপারেটিং সিস্টেম মাইক্রোসফটের উইন্ডোজ হওয়াতে ডিফল্টভাবে ইন্টারনেট এক্সপ্লোরার থাকে। ফলে ওয়েব ব্রাউজার হিসাবে ইন্টারনেট এক্সপ্লোরারের আধিপত্য হওয়া স্বাভাবিক। কিন্তু বর্তমানে ইন্টারনেট এক্সপ্লোরারের আধিপত্য খর্ব হবার পথে। সম্প্রতি ওয়েব ব্রাউজার ইন্টারনেট এক্সপ্লোরারে মারাত্মক ত্রুটি ধরা পরেছে। এতে উল্ল্যেখ করা হয়েছে হ্যাকার বা ক্রাকারদের মত সাইবার অপরাধীরাদের ইন্টারনেট এক্সপ্লোরার ব্যবহারকারীদের পাসওয়ার্ডসহ বিভিন্ন তথ্য চুরি ছাড়াও ওয়েবসাইট ক্ষতিগ্রন্থ হবার সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যে ১০,০০০ ওয়েবসাইট ক্ষতিগ্রস্থ হয়েছে বলে দাবী করেছে ট্রন্ড মাইক্রো। ত্রুটি সংশোধন না করা পর্যন্ত মাইক্রোসফটের পক্ষ থেকে অন্য ওয়েব ব্রাউজার ব্যবহারের পরাপর্শ দেওয়া হয়েছে। এতে ইন্টারনেট এক্সপ্লোরার নিকটতম প্রতিদ্বন্দ্বী ব্রাউজার মজিলা ফায়ারফক্স ব্যবহার অনেকগুণ বৃদ্ধি পাবে বলে ধারণা করা হচ্ছে।

আরো ওয়েব ব্রাউজারে খোঁজ পাবেন এখানে

২ Comments on "ইন্টারনেট এক্সপ্লোরার ব্যবহার বন্ধ করার পরামর্শ"

    1. ইন্টারনেট এক্সপ্লোরার অনকে আগেই ব্যবহার বন্ধ করেছি……..মজিলা ফায়ারফক্সই বেস্ট….

মন্তব্য করুন

×
কপিরাইট © ২০০৬-২০২৪ সমকাল দর্পণ. সর্বস্বত্ব সংরক্ষিত।
সার্বিক তত্ত্বাবধানে রয়েল টেকনোলজিস