সর্বশেষ আপডেট : January 10, 2023 তারিখে 7:13 pm
আজ : ২২শে মার্চ, ২০২৩ ইং | ৮ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ

এবার সিনেমা দেখা যাবে ইউটিউবে

মেহেদী আকরাম | January 30, 2010, 10:35 PM

জনপ্রিয় ভিডিও শেয়ারিং এর ওয়েবসাইট ইউটিউবে এখন শুধু সাধারণ ভিডিও নয়, এর পাশাপাশি বিনামূল্যে সিনেমাও দেখা যাবে। www.youtube.com/movies লিংকে উচ্চমানের এবং মধ্যম মানের সিনেমা দেখা যাবে। চাইলে ডাউনলোডও করা যাবে। এই সিনেমার লিংক বা এ্যামবেট নিজের ওয়েবসাইটে বা ব্লগে ব্যবহারও করা যাবে। বিভিন্ন ক্যাটাগরির সিনেমার মধ্যে বলিউডের জনপ্রিয় কিছু সিনেমা রয়েছে। বলিউডের সিনেমার সরাসরি লিংক হচ্ছে www.youtube.com/movies?b=18

১টি মন্তব্য

মন্তব্য করুন