সর্বশেষ আপডেট : January 10, 2023 তারিখে 7:13 pm
আজ : ৩রা জুন, ২০২৩ ইং | ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ

স্থায়ীভাবে হাডডিক্সের তথ্য মুছতে চাইলে করনিয়

মেহেদী আকরাম | July 21, 2009, 4:01 PM

পুরানো হার্ডডিক্স বিক্রি করতে চাইলে বা কাউকে দিতে চাইলে সাধারণত গুরুত্বপূর্ণ এবং স্পর্শকাতর তথ্য মুছে দেওয়া হয়। কিন্তু হার্ডডিক্সের মুছে দেওয়া ফাইল যদি ডাটা রিকেভার করে উক্ত ব্যাক্তি ব্যবহার করে তাহলে সেটা ক্ষতিকারক হতে পারে। সেক্ষেত্রে হার্ডডিক্স হাতবদলের সময় স্পর্শকাতর ডাটা স্থায়ীভাবে মুছে ফেলা জরুরী। সাধারণভাবে ফরম্যাট বা ডিলিট করলে রিকভার করার সুযোগ থাকে কিন্তু ইরেসার সফটওয়্যার দ্বারা যদি কোন তথ্য মুছে দেওয়া হয় তাহলে তা একাধিকবার ওভাররাইটিং হবে তথ্য স্থায়ীভাবে মুছে যাবে। ফলে কোন ডাটা রিকভার সফটওয়্যার দ্বারা তা উদ্ধার করা যাবে না। ৯.৩ মেগাবাইটের ওপেন সোর্স, পোর্টেবল, ফ্রি এই সফটওয়্যারটি http://sourceforge.net/projects/eraser/ বা http://eraser.heidi.ie/ থেকে ডাউনলোড করতে পারবেন।

২টি মন্তব্য

  1. মেহেদি ভাই এটা অনেক কাজে আসবে।
    ধন্যবাদ ভাই।

  2. ধন্যবাদ, খুব দরকারি সফটওয়্যার

মন্তব্য করুন