সর্বশেষ আপডেট : January 10, 2023 তারিখে 7:13 pm
আজ : ২৩শে মার্চ, ২০২৩ ইং | ৯ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ

মাইক্রোসফটের ৫ গিগাবাইটের অনলাইন ড্রাইভ

admin | February 23, 2008, 12:05 AM

ইয়াহু!, গুগলের পরে মাইক্রোসফট তাদের গ্রাহকদের জন্য বিনামূল্যে অনলাইন ড্রাইভ/স্টোরেজ দিচ্ছে। ফলে এমএসএন, হটমেইল, লাইভ মেইলের গ্রাহকরা ৫ গিগাবাইটের ড্রাইভ/স্টোরেজ সুবিধা পারে। স্কাইড্রাইভ নামের এই অনলাইন ড্রাইভে তিনভাবে ফোল্ডার তৈরী করা যাবে। প্রথমত ব্যাক্তিগত যা শুধু ব্যবহারকারী লগইন করার পরে দেখতে পারবে ফলে এখানে ব্যাক্তিগত ফাইল/ডকুমেন্ট রাখা যাবে দ্বিতীয়ত শেয়ার (ইমেইলের মাধ্যমে আপনার পছন্দমত বন্ধুদের। আপনি চাইলে তাদের সম্পাদনার করার ক্ষমতাও দিতে পারেন) দেখতে পারবে এবং তৃতীয়ত পাবলিক এটি যে কেউ দেখতে পারবে। ফলে আপনি আপনার পাবলিক ফাইল/ফোল্ডারটি ওয়েবসাইটের লিংক হিসাবে ব্যবহার করতে পারবেন। স্কাইড্রাইভ পেতে http://skydrive.live.com সাইট থেকে একটিভ করে নিতে হবে। এখানে ফাইল আপলোডের কোন সময়সীমা নেই যা অনান্য অনলাইন ড্রাইভে থাকে। অর্থাৎ আপনার এমএসএন/হটমেইল/লাইভ একাউন্ট যতদিন থাকবে ততদিন আপনার ফাইল সম্পূর্ণ নিরাপদে থাকবে। এছাড়াও মিউজিক, ছবি, ভিডিও, ডকুমেন্ট ইত্যাদি আপলোড করা যাবে যেকোন সাইজের।

মন্তব্য করুন