জন্মদিনের কবিতা
জন্মদিনের কবিতা ১
আসুক ফিরে এমন দিন
হোক না তোমা সব রঙিন
জনম জনমের তরে,
তোমার এই শুভ জন্মদিনে
বারে বারে পড়ছে মনে
যতই থাকি না দুরে।।
জন্মদিনের কবিতা ২
আজকেরই এই দিনে
সবকিছু হউক নতুন করে,
সুখের স্মৃতিটুক থাক কাছে
দু:খগুলো যাক দুরে।
জড়া জীর্ণ অতীতটাকে
রেখোনা আর মনে
নব উদ্দমে কাজ করো
নতুন এই দিনে।
১৮ ভাদ্র ১৪১৪/ মিরপুর
good sms
nice collection, thanks a lot 🙂
ohh nice
sundor kobita..
বাংলা অনেক সুন্দর সুন্দর এসএমএস জন্য আমাদের ব্লগ থেকে ঘুরে আসতে পারেন।
“আসুক ফিরে এমন দিন
হোক না তোমা সব রঙিন” এখানে “তোমা” কি ভুলে লিখছেন নাকি কবিতার ছন্দ?
তোমার লিখলেও তো মনে হয় ছন্দ মিল্ট কি বলেন ভাই?
তোমা শব্দের অর্থ তোমার/তুমি/তোমাকে
সুতারাং এটা কবিতার ছন্দ।
তোমার লিখলেই হতো, কিছু অপিরিচিত শব্দ ব্যবহার করলে ছন্দ ভাল হয়।
Onek Sundor Likhecen. Thanks For Share
Nice . Thanks For Share
Nice Post
Nice Post
Just awesome birthday kobita in bengali language….
Very nice , Impressed poem , Thanks for sharing.