জন্মদিনের কবিতা

জন্মদিনের কবিতা ১
আসুক ফিরে এমন দিন
হোক না তোমা সব রঙিন
জনম জনমের তরে,
তোমার এই শুভ জন্মদিনে
বারে বারে পড়ছে মনে
যতই থাকি না দুরে।।

 

জন্মদিনের কবিতা ২
আজকেরই এই দিনে
সবকিছু হউক নতুন করে,
সুখের স্মৃতিটুক থাক কাছে
দু:খগুলো যাক দুরে।
জড়া জীর্ণ অতীতটাকে
রেখোনা আর মনে
নব উদ্দমে কাজ করো
নতুন এই দিনে।

১৮ ভাদ্র ১৪১৪/ মিরপুর

 

 

 

 

 

জন্মদিনের এসএমএস
ঈদের বাংলা এসএমএস
ঈদের ইংরেজী এসএমএস

৩৪ Comments on "জন্মদিনের কবিতা"

মন্তব্য করুন

×
কপিরাইট © ২০০৬-২০২৪ সমকাল দর্পণ. সর্বস্বত্ব সংরক্ষিত।
সার্বিক তত্ত্বাবধানে রয়েল টেকনোলজিস