সর্বশেষ আপডেট : January 10, 2023 তারিখে 7:13 pm
আজ : ১৯শে মার্চ, ২০২৩ ইং | ৫ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ

পরিবর্তন করে নিন টাক্সবারের সবকিছু

মেহেদী আকরাম | July 4, 2009, 9:09 PM

উইন্ডোজ এক্সপির টাক্সবারের সাথে যুক্ত থাকা সবকিছুই নিজের মত পরিবর্তন করা যাবে। স্টার্ট মেনুর ছবি, স্টার্ট বাটনের নাম, স্টার্ট বাটন লুকানো, টাক্সবার সচ্ছ করা, সিস্টেম ট্রে পটভুমি, সিস্টেম ট্রের ঘড়ি, এলার্ম দেওয়া ইত্যাদি সবকিছুই পরিবর্তন করতে পারবেন টিক্লক সফটওয়্যার দ্বারা। মাত্র ৩৭৩ কিলোবাইটের (১.০২ মেগাবাইট) ফ্রি, পোর্টেবল এই সফটওয়্যারটি http://homepage1.nifty.com/kazubon থেকে ডাউনলোড করে নিন। সাথে পাবেন সফটওয়্যারটির সোর্সকোডও। এবার সফটওয়্যারটি চালু করলে সিস্টেম ট্রের ঘড়ি পরিবর্তন হবে। এখন সিস্টেম ট্রের ঘড়ির উপরে মাউসের ডান বাটন ক্লিক করে TClock Properties এ যান এবং ইচ্ছামত সবকিছু পরিবর্তন করুন।

১টি মন্তব্য

মন্তব্য করুন