সকল এপলিকেশনেই বানান পরীক্ষা করুন
সাধারণত মাইক্রোসফটের এপলিকেশনগুলোতে (ওয়ার্ড, এক্সেল, পাওয়ারপয়েন্ট ইত্যাদি) বানান পরীক্ষা করা বা স্পেল চেক করার ব্যবস্থা আছে। কিন্তু অনান্য এপলিকেশনে সে ধরণের সুবিধা নেই। আপনি যদি গ্লোবাল স্পেল চেকার (Global Spell Checker) ব্যবহার করেন তাহলে যেকোন উইন্ডোজের যে কোন এপলিকেশনেই বানান পরীক্ষা করার সুবিধা পাবেন। ৮৭ কিলোবাইটের সফটওয়্যারটি www.shaplus.com থেকে বিনামূল্যে ডাউনলোড করে ইনষ্টল করে নিন। এবার যে শব্দের বানান পরীক্ষা করতে চান সেটি নির্বাচন করে কপি (Ctrl-C চাপুন) করুন এবং গ্লোবাল স্পেল চেকার সফটওয়্যারটি (Ctrl + Alt + S চাপুন) চালু করুন। আপনার বানান যদি ভুল হয় তাহলে Spelling is incorrect/not found মেসেজ আসবে এবং উপরে সম্ভাব্য বানানের তালিকা দেবে আর বানান যদি সঠিক হয় তাহলে Spelling is correct মেসেজ আসবে এবং উপরে বানানের এক বা একাধিক (প্রতিশব্দ) অর্থ দেখাবে। এখন আপনি উপরের যে বানানটি গ্রহন করতে চান তার নম্বর (১/২/৩) সিলেক্ট করলে তা ক্লিপ বোর্ডে চলে আসবে এবার পেষ্ট করলে নতুন শব্দ বসবে। এই সফটওয়্যার মূলত মাইক্রোসফটের ডিকশনারী ব্যবহার করে থাকে।