সর্বশেষ আপডেট : January 10, 2023 তারিখে 7:13 pm
আজ : ২৯শে মে, ২০২৩ ইং | ১৫ই জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ

একসাথে ২০টি অডিও ভিডিও টুলস (ফ্রি)

admin | March 11, 2009, 9:31 AM

অডিও ভিডিও নিয়ে বিভিন্ন সময় আমাদের বিভিন্ন ছোট খাট কাজ করতে হয়। এক ফরম্যাট থেকে অন্য ফরম্যাটে অডিও বা ভিডিও রূপান্তর, ভিডিও থেকে অডিও আলাদা করা, বড় ভিডিও থেকে কিছু অংশ কেটে সেভ করা, ভিডিও থেকে ছবি নেওয়া, ইউটিউব থেকে ডিডিও ডাউনলোড করা সিডিতে অডিও, ভিডিও, সিডি/ডিভিডি/ব্লু-রেতে রাইট করা ইত্যাদি। প্রয়োজনীয় সকল কাজ যদি একটি (এক গুচ্ছ) সফটওয়্যার থেকে পাওয়া যায় তাহলে কেমন হয়! এমনই এক সফটওয়্যার হচ্ছে ফ্রি স্টুডিও ম্যানেজার। এতে রয়েছে ২০টি অডিও ভিডিও টুলস। সেগুলো হচ্ছে
Youtube Download,
Youtube to iPod and PSP Converter,
Youtube to MP3 Converter,
Video to Flash Converter,
3GP Video Converter,
Video Dub,
Audio Dub,
Youtube Uploader,
Video Flip and Rotate,
Video to JPG Converter,
Video to DVD Converter,
DVD Video Burner,
DVD Decrypter,
Video to iPod and PSP Converter,
Video to iPhone Converter,
Youtube to iPhone Converter,
Video to MP3 Converter,
Audio Converter,
Audio CD Burner,
Disk Burner|
২১.৩ মেগাবাইটের ফ্রিওয়্যার এই সফটওয়্যারটি সাইট www.dvdvideosoft.com থেকে ডাউনলোড করে ইনস্টল করুন। এবার ব্যবহার করুন আপনার প্রয়োজনীয় টুলসটি সম্পূর্ণ বিনামূল্যে।

১৪টি মন্তব্য

  1. আপনাকে অনেক ধন্যবাদ, আমার ছবি এ্যাড করে দেয়ার জন্য
    Relay sir im proud of u my son (hahahaha………)

  2. এখন থেকে আমি সারাদির এই সাইটে থাকবো । এটা আমার ইচ্ছা । আমার নাগরকি অধিকার। এই অধিকার থেকে যে কেউ আমাকে বঞ্চতি করতে পারেন।
    *সত্য প্রযোজ্য
    * কল রেট কম
    * যারা এই অধিকার থেকে বঞ্চতি তারা একটু বেশি সেবা পাবেন।

    (বাংলালিংক আপনার বাবার মোবাইল কোঃ ডঢ কম)
    just for fun

  3. salam bai. ame pc tha ki kora enternet line set korbo. wire ta connect kora ki korta hoba? ki kora network set korbo. pls help me.

  4. ভাই convert করার সময় demo অপশনটি কিভাবে দূর করা যায় । please help করুন ।

  5. অামার কমপিউটার বন্ধকরার পর, ৪-৫ সেকেন্ড পর আবার চালু হয়,এটা বন্ধ করতে আমি কি কোরটে পারি.

  6. thanks for ur amazing and very useful website.i bookmarked it instantly to go through every page carefully. i was looking for such great website for long. please , can u tell me how i can send free sms to mobile?

  7. sir, salam niban, ami mininova thake torrent file download korte kiki proyjon hobe ai gulo kothai pobo. janale kushi hobo

মন্তব্য করুন