এডমিনিষ্ট্র্রেটর এবং গেষ্ট একাউন্টের নাম পরিবর্তন করা
উইন্ডোজ ইনষ্টল করার পরে সয়িংক্রিয়ভাবে এডমিনিষ্ট্রেটর এবং গেষ্ট একাউন্ট তৈরী হয় যার নাম স্বাভাবিকভাবে পরিবর্তন করা যায় না। কিন্তু গ্রুফ পলিসির মাধ্যমে এই এ্যাকাউন্টদ্বয়ের নাম পরিবর্তন করা যায়। এজন্য রানে gpedit.msc লিখে ওকে করুন। এবার গ্রুফ পলিসি এর বাম দিকের প্যানেল থেকে Computer ConfigurationWindows SettingsSecurity SettingsLocal PoliciesSecurity Options এ যান এবার ডান দিকের পলিসি অংশে Account: Rename administrator account এ দু’বার ক্লিক করে administrator মুছে পছন্দের নাম দিন। একই ভাবে ডান দিকের পলিসি অংশে Account: Rename guest account থেকে গেষ্ট একাউন্টের নাম পরিবর্তন করতে পারবেন। এতে উক্ত একাউন্টের অনান্য কোন তথ্যগত কোন পরিবর্তন হবে না।
i use a account name parvez its admin power account. i forgrt administrator account password.how can i get this or remove this password or set new password.