সর্বশেষ আপডেট : January 10, 2023 তারিখে 7:13 pm
আজ : ২৫শে মে, ২০২৩ ইং | ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ

সাজিয়ে নিন ডেক্সটপের আইকন

admin | February 24, 2008, 12:00 AM

ডেক্সটপের আইকন সাধারণত বাম দিকে সারিবদ্ধ অবস্থায় থাকে। আপনি চাইলে সেগুলোকে ডান দিকে, নিচে, উপরে বা গোলাকার, বর্গাকার, হার্ট, ত্রিভুজাকারে বা আরো বিভিন্নভাবে সাজিয়ে রাখতে পারেন। শক ডেক্সটপ সফটওয়্যারের সাহায্যে আপনি সহজে বিভিন্ন ভাবে আইকনগুলো সাজাতে পারবেন এবং বিভিন্ন ভাবে ভিন্ন ভিন্ন প্রোফাইল তৈরী করা যাবে। আপনি চাইলে সহজে আইকনের লেবেল লুকাতেও পারবেন। সবচেয়ে বড় সুবিধা হচ্ছে চলন্ত বিভিন্ন প্রোগ্রামের উইন্ডো মিনিমাইজ না করেই CTRL+Q চেপে আইকনগুলোকে যেকোন প্রোগ্রামের উপরে এনে ব্যবহার করতে পারবেন। ৪৬৮ কিলোবাইটের এই সফটওয়্যারটি ইনষ্টল করার ঝামেলা নেই। সফটওয়্যারটি www.docs.kr সাইট থেকে বিনামূল্যে ডাউনলোড করা যাবে।

মন্তব্য করুন