সর্বশেষ আপডেট : January 10, 2023 তারিখে 7:13 pm
আজ : ২৯শে মে, ২০২৩ ইং | ১৫ই জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ

অনলাইনে ভোট বা মতামত নিন

admin | February 19, 2008, 9:41 PM

অনলাইনে ভোট বা মতামত নেওয়ার প্রবণতা এখন বেশ লক্ষ্য করা যায়। বিশেষ করে বিভিন্ন পত্রিকা এবং জনপ্রিয় ওয়েব সাইটগুলোতে বিভিন্ন বিষয়ের উপরে এধরণের ভোট বা মতামত দেওয়া হয। যা সাধারণত ওয়েব পুল নামে পরিচিত। এর সবচেয়ে বড় উদাহারণ প্রাকৃতিক সপ্তাশ্চর্য নিবার্চনে এধরনের ভোট দেওয়া হচ্ছে। সেখানে অবশ্য কিছু বাধ্যবাধকতা আছে। কিন্তু আপনি চাইলে আপনার নিজস্ব ওয়েব সাইট বা ব্লগ সাইটে কোন প্রোগ্রামিং এর ঝামেলা ছাড়ায় বিনাখরচে ওয়েবপুলের ব্যবস্থা করতে পারেন। এমনই কিছু ওয়েব সাইটের ঠিকানা দেওয়া হলো যেখানে রেজিষ্ট্রেশন করে নিজের পছন্দমত প্রশ্ন (এক বা একাধিক) এবং উত্তর নির্ধারণ করে এইচটিএমএল সংকেত পাওয়া যাবে যা আপনার ওয়েব সাইট বা ব্লগ সাইট যোগ করে দিলেই হবে। এতে উক্ত সাইট ব্যবহারকারীরা ভোট দিতে পারবে এবং ফলাফল দেখতে পারবে।

www.bravenet.com
www.snappoll.com
www.polldaddy.com
www.easy-poll.com
www.misterpoll.com
www.vizu.com
www.alxnet.com
www.addpoll.com
www.wickedpolls.com
http://pollcode.com
www.free-website-polls.com
www.gotomypoll.com
www.wishafriend.com/poll
www.listomatica.com

মন্তব্য করুন