সর্বশেষ আপডেট : January 10, 2023 তারিখে 7:13 pm
আজ : ২৩শে মার্চ, ২০২৩ ইং | ৮ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ

সহজেই একাধিক ফোল্ডার শেয়ার করা

admin | April 29, 2008, 6:46 PM

লোকাল নেটওয়ার্ক থাকলে আমরা কম্পিউটারের ড্রাইভ এবং ফোল্ডার শেয়ার দিয়ে থাকি যা স্বাভাবিকভাবে ফোল্ডার বা ড্রাইভের প্রোপার্টিস থেকে শেয়ার করা হয়। কিন্তু উইন্ডোজে ফোল্ডার শেয়ার উইজার্ডের সাহায্যেও ফোল্ডার বা ড্রাইভ শেয়ার দেওয়া যায়। এজন্য রানে গিয়ে (Ctrl+R চেপে) SHRPUBW.EXE লিখে এন্টার করলে Create Shared Folder উইজার্ড আসবে। এখানে Browse… বাটনে ক্লিক করে যে ফোল্ডার বা ড্রাইভ শেয়ার করতে চান তা নির্বাচন করুন। অথবা Folder to share এ উক্ত ফোল্ডার বা ড্রাইভের লোকেশন লিখে দিন। এবার Share name এ শেয়ারের নাম দিন। এবার Next> বাটনে ক্লিক করে শেয়ার করা ফোল্ডারকে কতটুক অন্যের ব্যবহারের অনুমতি দেবেন তা নির্ধারণ করে Finish বাটনে ক্লিক করলে নতুন একটি মেসেজ আসবে যেখানে Ok করলে শেয়ার শেষ হয়ে আবার নতুন Create Shared Folder উইজার্ড আসবে। এভাবে ইচ্ছামত অনেক ফোল্ডার সহজে শেয়ার করা যাবে।

মন্তব্য করুন