মোবাইলের উপযোগী উইকিপিডিয়া
অনলাইনে সবচেয়ে বড় বিশ্বকোষ হচ্ছে উইকিপিডিয়া www.wikipedia.org। বাংলা ভাষাসহ (http://bn.wikipedia.org) বিশ্বের বিভিন্ন ভাষাতে উইকিপিডিয়া প্রকাশিত হয়। জনপ্রিয় এই উইকিপিডিয়া এখন থেকে মোবাইলে দেখা যাবে। ইন্টারনেট ব্যবহার করা যায় এমন মোবাইল থেকে এই http://mobile.wikipedia.org ঠিকানাতে শুধুমাত্র ইংরেজী ভাষার উইকিপিডিয়া দেখা যাবে। তবে এতে মূল সাইটের সকল তথ্য বা সম্পূর্ণ তথ্য পাওয়া যাবে না।