এক কম্পিউটারে একাধিক মনিটর এবং ইউজার

একটি পার্সোনাল/ডেক্সটপ কম্পিউটারের একই সাথে একাধিক ব্যবহাকারী ব্যবহার করা যায় এমনটি হয়তো অনেকে জানেন না। মাল্টিপিসি কার্ডের সাহায্যে (সফটওয়্যারসহ) একটি কম্পিউটারে একাধিক মনিটর, কিবোর্ড, মাউস, স্পিকার যুক্ত করা যাবে। ফলে একই সাথে একাধিক ব্যবহারকারী কম্পিউটার ব্যবহার করতে পারবে। তিন ধরনের মাল্টিপিসি কার্ড পাওয়া যায়। ১:১ প্রতি মাল্টিপিসি কার্ডের সাহায্যে অতিরিক্ত ১জন্য ব্যবহারকারী (মনিটর, কিবোর্ড, মাউস, স্পিকার) ব্যবহার করা যাবে। এভাবে ১:২ প্রতি মাল্টিপিসি কার্ড দ্বারা অতিরিক্ত ২টি এবং ১:৪ প্রতি মাল্টিপিসি কার্ড দ্বারা অতিরিক্ত ৪টি ব্যবহারকারী যুক্ত হতে পারবে একটি কম্পিউটারের সাথে। বর্তমানে বাংলাদেশে শুধুমাত্র ১:১ মাল্টিপিসি কার্ড পাওয়া যায়। তবে এক কম্পিউটারে একাধিক মাল্টিপিসি কার্ড ব্যবহার করা যাবে। সফটওয়্যারসহ ১টি মাল্টিপিসি কার্ডের মূল্য ৭,৫০০ টাকা। এছাড়াও অতিরিক্ত কার্ডের মূল্য ২,৫০০ টাকা। বিস্তারিত জানতে ৯১১৫৬৯২, ০১৭১৯৮৯২০০৮ নম্বরে ফোন করুন অথবা http://driftwoodit.com/products.html বা www.multipc.org সাইট থেকে জানতে পারবেন।

১ Comments on "এক কম্পিউটারে একাধিক মনিটর এবং ইউজার"

মন্তব্য করুন

×
কপিরাইট © ২০০৬-২০২৪ সমকাল দর্পণ. সর্বস্বত্ব সংরক্ষিত।
সার্বিক তত্ত্বাবধানে রয়েল টেকনোলজিস