গুগল সার্চের ফলাফল ত্রিমাত্রিক টিউবে

জনপ্রিয় সার্চ ইঞ্জিনে গুগলে আমরা হরহামেশা সার্চ করে থাকি। ছবি, ওয়েবসাইট বা ভিডিও সার্চে ফলাল যদি ভিন্নভাবে দেখা যায় তাহলে কেমন হয়! সার্চ কিউবে (www.search-cube.com) আপনি সার্চ করলে গুগলের ফলাফলই আসবে ভিন্ন রূপে। সার্চের সর্বোচ্চ ৯৬টি ফলাফল থাম্বনলে হয়ে একটি ত্রিমাত্রিক টিউবে প্রতিটি পৃষ্ঠে ১৬টি করে প্রদর্শিত হবে। কীবোর্ডের এ্যারো কীর সাহায্যে টিউবটি সবদিকেই ঘোরানো যাবে। প্রাপ্ত ফলাফলের কোন ছবির উপরে মাউস ধরলে ডানে তার বিস্তারিত দেখাবে এবং ক্লিক করলে উক্ত লিংকে প্রবেশ করবে। তবে ফলাফলের টিউবটি যেহেতু ফ্লাশের ফলে আপনার ব্রাউজারে ফ্লাম ৯+ ইনস্টল থাকতে হবে। এখানে সার্চের ফলাফল ছবি এবং ভিডিও বেশী দেখায়। ওয়েবসাইটের লিংক খুবই কম আসে।

মন্তব্য করুন

×
কপিরাইট © ২০০৬-২০২৪ সমকাল দর্পণ. সর্বস্বত্ব সংরক্ষিত।
সার্বিক তত্ত্বাবধানে রয়েল টেকনোলজিস