অনলাইনে প্রথমআলো পড়ুন ইউনিকোডে

অনলাইনে বাংলা পত্রিকার মধ্যে প্রথমআলোর জনপ্রিয়তা আকাশচুম্বি। কিন্তু ব্যবহারকারীদের চাহিদা থাকা সত্তেও ইউনিকোডে প্রকাশিত হচ্ছে না জনপ্রিয় এই পত্রিকাটি। ফলে অনেকে ইচ্ছা করলেও পত্রিকার তথ্য সংরক্ষণ করে রাখতে পারে না। তবে একটু কষ্ট করে http://bnwebtools.sourceforge.net সাইট থেকে লেখাগুলোতে ইউনিকোডে রূপান্তর করে অনেকেই সংরক্ষণ বা ব্যবহার করে। কিন্তু আপনি যদি ফায়ারফক্স ব্রাউজার ব্যবহার করেন তাহলে একটি এ্যাডঅনের মাধ্যমে প্রথমআলো ইউনিকোডে পড়তে পারেন। পরশপনি নামের মাত্র ১০ কিলোবাইটের ফ্রিওয়্যার এই এ্যাডঅনটি https://addons.mozilla.org/en-US/firefox/addon/9975 থেকে বা http://www.vistaarc.com/downloads/poroshmoni থেকে ইনষ্টল করুন। ব্যাস এবার প্রথমআলো পড়ুন সম্পূর্ন ইউনিকোডে। এবার থেকে আপনি ইচ্ছামত লেখা সংরক্ষণ করতে পারবেন। এম এম রিফাত-উন-নবী’র তৈরীকৃত এ্যাডঅনটি সর্ম্পকে যেকোন মতামত বা সমস্যায় মেইল করতে পারেন to[dot]rifat[plus]poroshmoni[at]gmail.com এই ঠিকানায়। এ্যাডঅনটি ফায়ারফক্সের প্রায় সকল সংস্করণে উইন্ডোজের পাশাপাশি লিনাক্সেও চলবে।

৩ Comments on "অনলাইনে প্রথমআলো পড়ুন ইউনিকোডে"

মন্তব্য করুন

×
কপিরাইট © ২০০৬-২০২৪ সমকাল দর্পণ. সর্বস্বত্ব সংরক্ষিত।
সার্বিক তত্ত্বাবধানে রয়েল টেকনোলজিস