গুগলে ওয়েবসাইট যুক্ত করা
আপনি গুগল খুলে আপনার নাম mehdi akram/মেহেদী আকরাম বা মোবাইল নং লিখলেন এবং সার্চ বাটনে ক্লিক করে দেখলেন আপনার ওয়েবসাইট সম্পের্ক তথ্য দিচ্ছে গুগল। তাহলে কেমন লাগবে! আপনার শখের বসে বা প্রয়োজনে তৈরী করা ওয়েবসাইট আপনি গুগলে যুক্ত করতে পারেন কোন খরচ বা ঝামেলা ছাড়াই। তাতে অন্য কেউ আপনার ওয়েবসাইটের বিষয় অনুসারে খুঁজে পাবে। অর্থাৎ গুগলে আপনার দেওয়া পছন্দের কীওয়ার্ড দ্বারা সার্চ করলে আপনার ওয়েবসাইটের তথ্যসহ ওয়েবসাইটের ঠিকানা চলে আসবে। আপনি ইংরেজীর পাশাপাশি বাংলাতে কীওয়ার্ড লিখতে পারেন তাতে বাংলাতে আপনার ওয়েব সাইট খুঁজে পাওয়া যাবে।যেভাবে যুক্ত করবেন: এজন্য প্রথমে গুগলের এই www.google.com/addurl সাইটে ঢুকুন। এবার URL: অংশে আপনার ওয়েব ঠিকানা দিন। আপনার ওয়েব ঠিকানা যদি www.shamokaldarpon.com হয় তাহলে আপনাকে www.shamokaldarpon.com লিখতে হবে। এবার Comments: অংশে কীওয়ার্ড লিখুন। এখানে আপনি আপনার নাম এবং ওয়েবসাইট সম্পের্ক (বিষয় এবং আনুসাঙ্গিক) তথ্য দিনে পারেন। এরপরে Optional: অংশের ছবিতে থাকা টেক্সট নিচের টেক্সট বক্সে লিখে Add URL বাটনে ক্লিক করলে আপনার সাইট যুক্ত হয়েছে নিশ্চিত করবে।এ মূহুর্তে আপনি সার্চ করলে আপনার সাইট পাবেন না। অন্ততঃ কয়েক দিন পরে সার্চ করে দেখুন, কি অপেক্ষা করছে গুগলে আপনার জন্য।
Royal Bhai,
I found your name & mobile number in google search. Aponer Khobor ase.
Pavel
ভাল জিনিস। কাজের জিনিস। ধন্যবাদ
আপনাকে অনেক ধন্যবাদ আমি আমার ওযেব সাই এভাবে করেছি ইয়াহু বা আরো সার্স সাইটে কিভাবে নিজের ওয়ে সাইট এড করব একু জানাবে ভাইয়া
ধন্যবাদ
ধন্যবাদ
আপনি
http://www.shamokaldarpon.com/?p=257
এবং
http://www.shamokaldarpon.com/?p=53
দেখুন।
কাজের জিনিস।আপনাকে ধন্যবাদ মেহেদি ভাই।ভাল থাকবেন।