সর্বশেষ আপডেট : January 10, 2023 তারিখে 7:13 pm
আজ : ৮ই জুন, ২০২৩ ইং | ২৫শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ

এক ক্লিকে সবই হবে

admin | April 27, 2008, 7:16 PM

সাধারণত মাউসে দুইটা বাটন থাকে। এখনকার কতক মাউসে তিন থেকে পাঁচটা বাটন থাকে তবে ডান এবং বাম বাটন ছাড়া বাকীগুলার নির্দিষ্ট কিছু কমান্ড নির্ধারিত থাকে। কিন্তু আপনি চাইলে মাউসের যেকোন বাটনে ইচ্ছামত কমান্ড নির্ধারণ করে দিতে পারেন। এক্স-মাউস বাটন কন্ট্রোলার সফটওয়্যারের সাহায্যে যেকোন বাটনে কপি, পেষ্ট থেকে শুরু করে ৫০টিরও বেশী কমান্ড (এক বাটনে এক সময়ে যেকোন একটি) ব্যবহার করতে পারবেন। আপনি যেকোন অবস্থা বা উইন্ডো থেকে মাউসে উক্ত বাটন চাপলে পছন্দের সেই প্রোগাম খুলবে যা অনেকটা হট কী এর মত কাজ করে। ১.৫৫ মেগাবাইটের এই ফ্রি সফটওয়্যারটি www.highrez.co.uk ওয়েবসাইট থেকে ডাউনলোড করা যাবে।

৩টি মন্তব্য

মন্তব্য করুন