এক ক্লিকে সবই হবে
সাধারণত মাউসে দুইটা বাটন থাকে। এখনকার কতক মাউসে তিন থেকে পাঁচটা বাটন থাকে তবে ডান এবং বাম বাটন ছাড়া বাকীগুলার নির্দিষ্ট কিছু কমান্ড নির্ধারিত থাকে। কিন্তু আপনি চাইলে মাউসের যেকোন বাটনে ইচ্ছামত কমান্ড নির্ধারণ করে দিতে পারেন। এক্স-মাউস বাটন কন্ট্রোলার সফটওয়্যারের সাহায্যে যেকোন বাটনে কপি, পেষ্ট থেকে শুরু করে ৫০টিরও বেশী কমান্ড (এক বাটনে এক সময়ে যেকোন একটি) ব্যবহার করতে পারবেন। আপনি যেকোন অবস্থা বা উইন্ডো থেকে মাউসে উক্ত বাটন চাপলে পছন্দের সেই প্রোগাম খুলবে যা অনেকটা হট কী এর মত কাজ করে। ১.৫৫ মেগাবাইটের এই ফ্রি সফটওয়্যারটি www.highrez.co.uk ওয়েবসাইট থেকে ডাউনলোড করা যাবে।
I am very glad to get ‘all by one click’ Thanks a lot
thank you very much please give us more
what a great work
may Allah help you more