সর্বশেষ আপডেট : January 10, 2023 তারিখে 7:13 pm
আজ : ২০শে মার্চ, ২০২৩ ইং | ৬ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ

ওয়েবসাইট ব্লক করা

মেহেদী আকরাম | August 15, 2009, 11:35 PM

কম্পিউটারে একাধিক ইউজার থাকলে বা অফিসের কম্পিউটার হলে অনেক সময় বিভিন্ন ওয়েবসাইট বন্ধ রাখার প্রয়োজন হয়। অনেক ভাবেই ওয়েব সাইট ব্রাউজ করা থেকে বিরত রাখা যায়। এর মধ্যে Any Weblock সফটওয়্যার দ্বারা ব্লক করা সহজ। মাত্র ৪৩৯ কিলোবাইটের ফ্রিওয়্যার এই সফটওয়্যারটি www.anyutils.com থেকে ডাউনলোড করে ইনস্টল করুন। এবার সফটওয়্যারটি চালু করে পাসওয়ার্ড সেট করুন এবং Add বাটনে ক্লিক করে ওয়েবসাইট যোগ করুন। এভাবে আপনি ইচ্ছামত ওয়েবসাইট যুক্ত করতে পারবেন। সবশেষে Apply Settings বাটনে ক্লিক করে কম্পিউটার রিস্টার্ট করুন। এবার দেখুন কোন ব্রাউজারেই ব্লক করা ওয়েবসাইট খুলছে না। এই সফটওয়্যারটি মূলত system32\drivers\etc এর hosts ফাইলটিকে সম্পাদনা করে থাকে।
এছাড়াও সফটওয়্যার ছাড়া ব্লক করতে চাইলে C:\WINDOWS\SYSTEM32\DRIVERS\ETC এ গিয়ে HOSTS ফাইলটি খুলুন এবং 127.0.0.1 localhost এর পরে 127.0.0.1 www.facebook.com লিখে এন্টার দিয় 127.0.0.1 www.myspace.com লিখুন এবং সেভ করুন। তাহলে ফেসবুক এবং মাই স্পেস সাইটটি কোন ব্রাউজারে খুলবে না।

মন্তব্য করুন