হটস্পট শীল্ড দ্বারা সহজে আইপি হাইড করা
বিভিন্ন কারণে আইপি হাইড করার প্রয়োজন হয়। বিশেষ করে ব্লক ওয়েবসাইট ভিজিট করতে অথবা অনান্য কারণে একাধিক আইপি ব্যবহার করা লাগলে। আইপি হাইড করার জন্য বিভিন্ন সফটওয়্যার পাওয়া যায় তবে এগুলো খুব একটা ভালো সার্ভিস দেয় না। তবে আইপি হাউড করার দারুন একটি সফটওয়্যার হচ্ছে হটস্পট শীল্ড। সফটওয়্যারটি দ্বারা নিশ্চিত আইটি হাউড করা যাবে এবং তা যেকোন আইপি চেকার সাইটের মাধ্যমে পরীক্ষা করা যাবে।
এজন্য www.hotspotshield.com থেকে ৬ মেগাবাইটের মত এই সফটওয়্যারটি বিনামূল্যে ডাউনলোড করে ইনস্টল করতে হবে। সফটওয়্যারটি উইন্ডোজের সকল সংস্করণ এবং ম্যাক অপারেটিং সিস্টেম সমর্থন করে। ইনস্টল করার পরে সিস্টেমট্রেতে লাল রঙের আইকন দেখা যাবে। এই আইকনে ক্লিক করে Connect/On এ ক্লিক করলে ওয়েব ব্রাউজারে নতুন একটি পেজ খুলবে এবং হটস্পট শীল্ড সার্ভারের সাথে কানেক্ট হবে এবং কিছুক্ষণ পরে Connected লেখা আসবে এবং সিস্টেমট্রের আইকনটির রঙ সবুজ হবে। পরবর্তীতে মূল আইপিতে ফিরে আসতে বা নতুন আইপি পেতে ডিসকানেক্ট করতে চাইলে উক্ত সবুজ আইকনে ক্লিক করে Disconnect/OFF এ ক্লিক করলেই হবে।
মেহেদী ভাই,
আপনার দেয়া লিংক এ ক্লিক করলে একটা সফটওয়ার ডাউনলোড করতে বলে যা কিনা ফ্রী না।
আমার একটা ফ্রী আপি চেন্জার সফটওয়ার দরকার।
ফ্রি ভার্সনো রয়েছে।
মেহেদী ভাই দয়া করে আমাকে লিংকটা দেন।
এটাতে অনেক এড দেয় এবং বিভিন্ন সময় অনেক উইনডো ওপেন হয়ে যায়, যা আসলে বিরক্তিকর। এ থেকে বাচার উপায় কি????
এটা তুলনা মূলক ভাল, ফ্রি ভার্সনের বিজ্ঞাপনতো আসবেই…