সর্বশেষ আপডেট : January 10, 2023 তারিখে 7:13 pm
আজ : ২৩শে মে, ২০২৩ ইং | ৯ই জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ

অনলাইনে আসছে ফটোশপ

admin | July 1, 2007, 1:30 PM

জনপ্রিয় ছবি সম্পাদনকারী সফটওয়্যার ফটোশপ শিগ্রই অনলাইনে আসছে। ফলে আপনার কম্পিউটারে ফটোশপ ইনষ্টল করা না থাকলেও অনলাইন ফটোশপের মাধ্যমে ছবি সম্পাদনা করা যাবে। ফটোশপের সকল সুবিধা না থাকলেও অনলাইন ফটোশপে গুরুত্বপূর্ণ সকল কাজই করা যাবে। এডোবির এই সেবা হবে বিনামূল্যে এবং বিজ্ঞাপনযুক্ত। এজন্য ইতিমধ্যে এডোবি অনলাইনে ফটো শেয়ারিং সাইট ফটোবাকেটের সাথে চুক্তিবদ্ধ হয়েছে। ফটোবাকেটের বর্তমান ৩৫ মিলিয়ন (বিনামূল্যে) এর বেশী ব্যবহারকারী রয়েছে, যারা ফটোবাকেটের মাধ্যমে এডোবির এই সেবা পাবে। অনলাইন ফটোশপের ব্যাপরে যদিও অনেক ফটোগ্রাফার নেতিবাচক (এই সেবা খুব একটা জনপ্রিয় হবেনা বলে) মন্তব্য করেছেন।

মন্তব্য করুন