ওপেন অফিসে মাইক্রোসফট অফিসের সুবিধা

আমরা যখন কোন ডকুমেন্ট তৈরী করি তখন সাধারণত মাইক্রোসফট অফিসের সাহায্যে তৈরী করে থাকি। আর আমরা বেশীর ভাগই মাইক্রোসফটের পাইরাসি কপি ইনষ্টল করে ব্যবহার করি। কিন্তু আমরা যেসকল কাজ মাইক্রোসফট অফিসে করি তা ওপেন অফিসেও করা সম্ভব। মাইক্রোসফট অফিসের অধিকাংশ ফিচার ওপেন অফিসে রয়েছে। মাইক্রোসফট অফিসের সাথে ইন্টারফেস, শর্টকার্ট কী এবং কাজের মিল রয়েছে ওপেন অফিসে। এখানে ওয়ার্ড প্যাড এবং নোট প্যাডের সুবিধাও আছে। এছাড়াও ওপেন অফিস থেকে সরাসরি পিডিএফ ফাইল তৈরী করা যায়। ওপেন অফিসে মাইক্রোসফট অফিসের সকল ফাইল সমর্থন করে এবং মাইক্রোসফট অফিসের এক্সটেনশনে ফাইল সেভ করা যায়। তবে ওপেন অফিসের ফাইল মাইক্রোসফট অফিসে সমর্থন করে না এবং মাইক্রোসফট অফিস ২০০৭ এর কোন ফাইল ওপেন অফিসে ওপেন হয়না। সম্পূর্ণ বিনামূল্যে ১০৮ মেগাবাইটের ‘ওপেন অফিস ২.২’ সফটওয়্যারটি ওপেন অফিসের ওয়েবসাইট www.openoffice.org থেকে ডাউনলোড করা যাবে।

মন্তব্য করুন

×
কপিরাইট © ২০০৬-২০২৪ সমকাল দর্পণ. সর্বস্বত্ব সংরক্ষিত।
সার্বিক তত্ত্বাবধানে রয়েল টেকনোলজিস