আরো সহজে টাইপ করুন

আমরা বিভিন্ন ধরণের এ্যাপলিকেশনে বিভিন্ন প্রয়োজনে টাইপ করে থাকি। সব ধরনের এপলিকেশনে অটোকারেক্ট নেই (Word এ যেমনটি Auto Corrent রয়েছে)। কিন্তু আপনি যদি লেটমিটাইপ (Let Me Type) সফটওয়্যারটি ব্যবহার করেন তাহলে আপনার পূর্বে ব্যবহার করা শব্দ সহজে লিখতে পারবেন। www.clasohm.com/lmt/en সাইট থেকে ৫৯১ কিলোবাইটের সফটওয়্যার এমনকি সোর্স কোডও বিনামূল্যে ডাউনলোড করতে পারবেন। এবার সফটওয়্যারটি ইনষ্টল করুন তাহলে সিস্টেম ট্রেতে কীবোর্ডের আইকন দেখা যাবে। যেখান থেকে বিভিন্ন সেটিংস পরিবর্তন করা যাবে। এখন আপনি যেকোন এপলিকেশনের যা কিছু লিখবেন তা এই সফটওয়্যার সয়ংক্রিয়ভাবে মনে রাখবে এবং এতে যোগ হবে। পরবর্তীতে একই শব্দ লেখা শুরু করলে তার তালিকা পপআপ হিসাবে মাউস পয়েন্টারের সাথে দেখাবে। আপনি যেটি পছন্দ করেন নম্বর হিসাবে উক্ত নম্বর চাপলে সেই শব্দ চলে আসবে। আপনি চাইলে ইচ্ছামত শব্দ যোগ (ইমপোর্ট) করতে পারেন সফটওয়্যারটিতে।

মন্তব্য করুন

×
কপিরাইট © ২০০৬-২০২৪ সমকাল দর্পণ. সর্বস্বত্ব সংরক্ষিত।
সার্বিক তত্ত্বাবধানে রয়েল টেকনোলজিস