সর্বশেষ আপডেট : January 10, 2023 তারিখে 7:13 pm
আজ : ৫ই জুন, ২০২৩ ইং | ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ

গুগল ম্যাপস বা আর্থের আপডেটের নোটিফিকেশন পাওয়া

মেহেদী আকরাম | June 18, 2012, 12:18 PM

নিজ এলাকা বা পছন্দের এলাকার ছবি (স্যাটলাইট ভিউ) যখন গুগল ম্যাপস বা আর্থে আপডেটে হয় এবং তার নোটিফিকেশন মেইলের মাধ্যমে যদি জানতে পাওয়া যায় তাহলে নতুন ছবি জন্য গুগল ম্যাপস বা আর্থে আপডেট দেখতে যেতে হবে না। যখনই মেইল আসবে তখন নতুন ছবি গুগল ম্যাপস বা আর্থে গিয়ে দেখা যাবে। বিভিন্ন স্থান ভেদে গুগল প্রতি মাসে এমনকি বছরে স্যাটলাইট ছবি আপডেট করে। গুগল ম্যাপ বা আর্থের আপডেটের নোটিফিকেশন পাওয়াও অ্যাপসটি হচ্ছে followyourworld।
Google Map
এজন্য https://followyourworld.appspot.com সাইটে গিয়ে Login and Add a Point বাটনে ক্লিক করুন এবং গুগল অ্যাকাউন্ট দ্বারা লগইন করুন।
এবার নিজের এলাকা বা পছন্দের এলাকা খুঁজে বেড় করুন। এখানে তিন ভাবে নির্দিষ্ট এলাকা পাওয়া যাবে। প্রথমত এলাকার নাম খুঁজে, দ্বিতীয়ত ম্যাপস ড্রাগ করে এবং তৃতীয়ত অৰাংশ ও দ্রাঘিমাংশ লিখে।
নির্দিষ্ট এলাবা খুঁজে Submit বাটনে ক্লিক করে সাবমিট করুন। তাহলে উক্ত এলাকা ছবি যখনই যতবারই আপডেট হবে তার নোটিফিকেশন আপনার মেইলে চলে আসবে।
পরবর্তীতে কোন এলাকার নোটিফিকেশন বন্ধ করতে বা মুছে ফেলতে চাইলে Dashboard এ গিয়ে করা যাবে।

মন্তব্য করুন