ক্লিনআপ এ্যসিস্টেন্ট দ্বারা হার্ডড্রাইভকে পরিস্কার রাখুন

কম্পিউটারে কাজ করার সময় বিভিন্ন টেম্পোরারী ফাইল তৈরী হয়। এছাড়াও অনাকাঙ্খিতভাবে অনকে ফাইলই ডুব্লিকেট হতে পারে। এই টেম্পোরারী ফাইল পরিস্কার করা, ডুব্লিকেট ফাইল বা বড় এবং খালি ফোল্ডার খুঁজে বেড় করা এবং ডিলিট করা বা সফটওয়্যার আনইনষ্টল করা ইত্যাদি করা যাবে ক্লিনআপ এ্যসিস্টেন্ট সফটওয়্যার দ্বারা। মূলত হার্ডড্রাইভকে পরিস্কার রাখার সমস্ত ব্যবস্থা আছে এতে। শুধুমাত্র উইন্ডোজের উপযোগী ১.৭ মেগাবাইটের ফ্রিওয়্যার এই সফটওয়্যারটি www.cleanupassistant.com থেকে ডাউনলোড করে নিন। এই সফটওয়্যারটি ইনষ্টল করতে মাইক্রোসফট ডটনেট ফ্রেমওয়ার্ক ২.০ প্রয়োজন হবে।

২ Comments on "ক্লিনআপ এ্যসিস্টেন্ট দ্বারা হার্ডড্রাইভকে পরিস্কার রাখুন"

মন্তব্য করুন

×
কপিরাইট © ২০০৬-২০২৪ সমকাল দর্পণ. সর্বস্বত্ব সংরক্ষিত।
সার্বিক তত্ত্বাবধানে রয়েল টেকনোলজিস