তোমা প্রতীক্ষা
অঝরে ঝরছে বারি, এ যেন গগনের আজাহারী
চাইছে সবাই ভিজতে সেথাই, পাচেছ মজা ভারি,
চাইনা আমি ভিজতে কভূ, অঝরে ঝরছে তবুও
এ যেন কান্না আমারই, জানেন যাহা মম প্রভু।
বৃষ্টিতে কেউ মজা পাই, কেউবা যখন বিদুৎ চমকাই,
হইতো ভিজছে কারো ঘর, এমনই এক ছোট খেলাই,
খেলছে গগন বারি নিয়ে, যেমন তুমি খেল হৃদয় নিয়ে
দেখতে যদি হৃদয় আমার, জানি-উঠতে তুমি চমকায়ে।
কত ক্ষত হৃদয়ে আমার, কেমনে হেথায় বহে ঝড়,
বুঝতে যদি পারতে তুমি, এত ব্যথা দিতে না আর,
না জেনে জানি দিচছ ব্যথা, ভুলেই গেছ আমার কথা,
তবুও ভালবাসবোই আমি, পথ চেয়ে রইবো হেথা॥
——- (৩০ বৈশাখ ১৪১২), মিরপুর ঢাকা