সুইফটকি: স্মার্ট ফোনের সবচেয়ে জনপ্রিয় কিবোর্ড
সুইফটকি হচ্ছে স্মার্ট ফোনে জন্য কিবোর্ড বা টাইপিং সফটওয়্যার। ২০১০ সাল থেকে ১১ জুন ২০১৩ পর্যন্ত গুগল প্লেস্টোরে এই অ্যাপটি ডাউনলোড করতে খরচ করতে হতো ৪ ডলার যা বর্তমানে ফ্রিতে পাওয়া যায়।
স্মার্ট ফোনে সবচেয়ে জনপ্রিয় কিবোর্ড ‘সুইফটকি’ অ্যাপসটি বর্তমানে অ্যান্ড্রয়েড এবং আইওএস চালিত স্মার্টফোন সমর্থন করে। সুইফটকি সাধারনত মেশিন লার্নিং বা কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে লিখার সময় দরকারি শব্দ বা শব্দগুচ্ছ উপস্থাপন করে যা ব্যবহারকারীর টাইপ করার পদ্ধতি, পূর্বের লেখা ইনপুট, কন্টাক্টে থাকা নম্বর ও নাম এর ওপর ভিত্তি অনুমান করে থাকে। বর্তমানে এর ব্যবহারকারী ৩০ কোটির বেশী।
বর্তমানে বাংলাসহ ১০০টিরও বেশী ভাষাতে সুইফটকি কিবোর্ড সমর্থন করে। এতে রয়েছে অসাধারণ সব ফ্রী থীম ক্লাউড সিনক্রোনাইজ সয়ংক্রিয় সাজেশন। এছাড়াও কাস্টমাইজেশন এবং ব্যক্তিগত টাইপিংয়ের তথ্য সংরক্ষিত থাকবে ক্লাউডে।
২৫০ মিলিয়ন ডলার দিয়ে ‘সুইফটকি’ কিনতে যাচ্ছে মাইক্রোসফট বলে শোনা যাচ্ছে।
সুইফটকি অনেকদিন ইংলিশ কীওবোর্ড সহ ব্যবহার করতেছি। এখন দেখি বাংলায়ও ব্যবহার করে যাবে।
অনেক ধন্যবাদ পোষ্টির জন্য।
SwiftKey অনেক মেমোরি খায় । MultiLing ব্যবহার করছি অনেক দিন থেকে, বাংলা + English ।
thanks