সর্বশেষ আপডেট : January 10, 2023 তারিখে 7:13 pm
আজ : ১৯শে মার্চ, ২০২৩ ইং | ৫ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ

ফেসবুক মেসেঞ্জার থেকে ফ্রি ভিডিও এবং ভয়েস কল

মেহেদী আকরাম | January 30, 2016, 3:07 PM

ফেসবুক তাদের মেসেঞ্জারের মাধ্যমে ভিডি‌ও এবং ভয়েস কল করার সুবিধা যুক্ত করেছে বেশ কয়েক মাস আগে। বাংলাদেশের ফেসবুক ব্যবহারকারীরা এতোদিন বিনামূল্যে ভয়েস ও ভিডিও কল করার সুবিধা পেতেন না, তবে সম্প্রতি বাংলাদেশে থেকে‌ও এই সুবিধা পাওয়া যাচ্ছে। সেবাটির চালু হবার পরে মাত্র ১৮টি দেশের ফেসবুক ব্যবহারকারীরা মেসেঞ্জারের মাধ্যমে ভিডি‌ও এবং ভয়েস কল করার সুবিধা পেতেন।
fb-messenger
বিশ্বের প্রায় সব দেশেই ভিডিও কল করার সুবিধাটি সচল করে দেওয়া হয়েছে। ফলে

বর্তমানে ৬০ কোটি মানুষ ফেসবুকের মেসেঞ্জার সেবাটি ব্যবহার করছেন।
এছাড়া‌ও https://www.messenger.com থেকে ‌ওয়েব ব্রাউজার থেকে চ্যাটিং এর পাশাপাশি ভিডি‌ও এবং ভয়েস কল করা যাবে।

মন্তব্য করুন