সূর্যবার্তা থেকে প্রতিদিন ২৫টি এসএমএস করুন বিনামূল্যে

বিনামূল্যে এসএমএস করার সাইটগুলোর মধ্যে সূর্যবার্তা অন্যতম। এই সাইট থেকে প্রতিদিন বিনামূল্যে ২৫টি পর্যন্ত সর্বোচ্চ ১১০ অক্ষরের এসএমএস করা যাবে যেকোন বাংলাদেশী মোবাইল নম্বরে। এসএমএস যাবে সূর্যবার্তার নির্দিষ্ট মোবাইল নম্বর থেকে কিন্তু সাথে যাবে প্রেরকের মোবাইল নম্বর এবং সূর্যবার্তার বিজ্ঞাপন।> প্রথমে সাইটটিতে রেজিষ্ট্রেশন করতে হবে। এজন্য www.shurjobarta.com.bd বা www.shurjobarta.com সাইটে গিয়ে রেজিষ্ট্রেশন করুন।
> রেজিষ্ট্রেশন সম্পূর্ণ করতে ইমেইলে এবং মোবাইলে প্রাপ্ত কোডের মাধ্যমে ভেরিফাই করতে হবে।
> ব্যাস এখন লগইন করে প্রতিদিন ২৫টি পর্যন্ত এসএমএস করতে পারেন। আর মোবাইল নম্বরগুলো সেভ করে রাখাও যাবে। চাইলে গ্রুপ এসএমএস পাঠানো যাবে।
sms

১৭ Comments on "সূর্যবার্তা থেকে প্রতিদিন ২৫টি এসএমএস করুন বিনামূল্যে"

  1. ভালো জিনিস। কিন্তু মেহেদী ভাই, এটা কি সব সময় কাজ করবে? মানে অনেক সময় এসএমএস সেন্ড করলেও যায় না। আর আমি ও বুঝি না গেলো কি না এমন অনেক সাইট দেখেছিলাম।.

মন্তব্য করুন

×
কপিরাইট © ২০০৬-২০২৪ সমকাল দর্পণ. সর্বস্বত্ব সংরক্ষিত।
সার্বিক তত্ত্বাবধানে রয়েল টেকনোলজিস