সর্বশেষ আপডেট : January 10, 2023 তারিখে 7:13 pm
আজ : ২৬শে মার্চ, ২০২৩ ইং | ১২ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ

WhatsCal: ফ্রি কল করুন মোবাইলের অ্যাপস দ্বারা

মেহেদী আকরাম | July 17, 2016, 10:27 AM

অ্যান্ড্রয়েডের এই অ্যাপস থেকে বিশ্বের যেকোন মোবাইলে বা ল্যান্ডফোনে কল করা যায়। সেক্ষেত্র যাকে কল করবেন তার কাছে অ্যাপসটির নিজম্ব নম্বর দেখাবে, আপনার নম্বর দেখাবে না। অ্যাপসটিতে ক্রেডিট কিনে বা ৫টি পদ্ধতির মাধ্যমে ফ্রি ক্রেডিট আয় করে তার সাহায্যে কল করা যায়। WhatsCal নামের অ্যান্ড্রয়েডের এই অ্যাপসটি http://goo.gl/NgV39F থেকে ডাউনলোড করতে পারেন।
WhatsCal
ফ্রি ক্রেডিট পাবার পদ্ধতি:
* Daily Check In: এর মাধ্যমে প্রতিদিন ১০০ ক্রেডিট এবং পরপর ৭ দিন চেকইন করলে ১০০০ ক্রেডিট।
* Just Tap It!: এর মাধ্যমে ১০০ করে পেতে পারেন। Just Tap It এ ক্লিক করে একটু অপেক্ষা করে বিজ্ঞাপন দেখলে ১০০ ক্রেডিট করে যুক্ত হবে।
* Tap & instal App: এর মাধ্যমে ২০০ থেকে ২০০০ ক্রেডিট আয় করতে পারেন। এতে যে অ্যাপস আসবে সেটি ডাউনলোড করে ইনস্টল করতে হবে।
* Invite Frinds: বন্ধুদের আমন্ত্রন করলে তারা যদি WhatsCall এ অ্যাকাউন্ট খোলে তাহলে আপনরার ১০০০ ক্রেডিট যুক্ত হবে।
* Complete Task: এর মাধ্যমে ৫০০ থেকে ৫০০০০ পর্যন্ত ক্রেডিট আয় করা যায়।
* এছাড়া‌ও নতুন অ্যাকাউন্ট খোলার সময় ১০০০ ক্রেডিট পাবেন।
* কাউকে কল করার পরে প্রকারভেদে ১০০ ক্রেডিট পাবেন।
নোট: কারো যদি WhatsCal ইনস্টল করা থাকে তাহলে তাকে কল করলে কোন ক্রেডিট কাটবে না।

৫টি মন্তব্য

  1. আপনার রেফারেল তো দিয়ে দিলেন! সংবাদে এমনটা আশা করি নি।

    1. রেফারেল দিলে আমার ১০০০ ক্রেডিট যুক্ত হবে। আপনারতো ক্ষতি হবে না। নাকি আমার লাভ/ভাল হলে আপনার সমস্যা?

মন্তব্য করুন