অফিস ২০০৭ -এ শব্দ যোগ করা

অফিস ২০০৭ -এর নতুন নতুন চমকের মধ্যে অফিসে শব্দ যুক্ত করা অন্যতম। অফিসে ২০০৭ -এ কাজ করার সময় কোন কিছূ পেষ্ট করলে, আনডু, রিডু করার সময়, নতুন কিছু সেভ করলে, জুম দেখার সময়, কোন টাক্স খোলার সময়, ডিলিট করলে এভাবে বিভিন্ন কাজের সময় ভিন্ন ভিন্ন আকর্শনীয় শব্দ শোনাবে। এজন্য সাউন্ড প্লাগ-ইন্স http://download.microsoft.com বা http://freeoffice2007.50webs.com থেকে ডাউনলোড করে ইনষ্টল করে নিন। এই প্লাগ-ইন্স অফিস ২০০৩ বা এক্সপিতেও চলবে। এবার ওয়ার্ড ২০০৭ ওপেন করে Microsoft Office Button থেকে Word Options ক্লিক করুন। এরপর Advanced অপশন থেকে নিচের General অংশে Provide feedback with sound চেক করুন। ওয়ার্ডে সেটিংস করলে অফিসের অনান্য প্যাকেজেও শব্দ শুনতে পাবেন।

মন্তব্য করুন

×
কপিরাইট © ২০০৬-২০২৪ সমকাল দর্পণ. সর্বস্বত্ব সংরক্ষিত।
সার্বিক তত্ত্বাবধানে রয়েল টেকনোলজিস