সর্বশেষ আপডেট : January 10, 2023 তারিখে 7:13 pm
আজ : ৩১শে মার্চ, ২০২৩ ইং | ১৭ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ

ফ্লাশ ফাইলকে স্ক্রিনসেভার বানানো

মেহেদী আকরাম | September 18, 2009, 12:54 AM

ফ্লাশ ফাইল সম্পর্কে নতুন করে কিছ বলার নেই। অল্প যায়গাতে আকর্ষণীয় এ্যানিমেশনের জন্য ফ্লাশের বিকল্প নেই। নিজের বানানো বা ডাউনলোড করা ফ্লাশ ফাইলকে যদি স্ক্রিনসেভার বানানো যেত তাহলে কেমন হতো! ফ্লাশ (SWF) ফাইলকে সহজেই স্ক্রিনসেভার বানানো যায় ফ্লাশ ফোজ সফটওয়্যার দ্বারা। মাত্র ৪.৯৮ মেগাবাইটের ফ্রিওয়্যার এই সফটওয়্যাটি www.goldshell.com/flashforge/main.htm থেকে ডাউনলোড করতে পারবেন। এরপরে সহজেই স্ক্রিনসেভারের ইনস্টেশন ফাইল বানাতে পারবেন।
আর যদি ভিডিও ফাইলকে স্ক্রিনসেভার বানাতে চান তাহলে আগে ভিডিও কে ফ্লাশে (SWF) এ রূপান্তর করতে হবে। ফ্রি ডিডিও টু ফ্লাশ কনভার্টার সফটওয়্যার দ্বারা ভিডিওকে সহজেই ফ্লাশে রূপান্তর করা যাবে। এই সফটওয়্যারটি www.dvdvideosoft.com থেকে বিনামূল্যে ডাউনলোড করা যাবে।

৫টি মন্তব্য

মন্তব্য করুন