সর্বশেষ আপডেট : January 10, 2023 তারিখে 7:13 pm
আজ : ১৯শে মার্চ, ২০২৩ ইং | ৫ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ

খুব দ্রত কম্পিউটার বন্ধ ও রিষ্টার্ট করুন

admin | November 12, 2008, 7:04 PM

অনেক সময় দ্রুত কম্পিউটার বন্ধ করার প্রয়োজন হয়। কিন্তু চলতি এ্যাপলিকেশনের কারণে তা সম্ভব হয় না। সেক্ষেত্রে সুপার ফস্ট সফটওয়্যারের মাধ্যমে কয়েক সেকেন্ডের মধ্যে কম্পিউটার বন্ধ বা রিস্টার্ট করতে পারেন। এজন্য ২৬৯ কিলোবাইটের সুপার ফাষ্ট সফটওয়্যারটি এখান থেকে ডাউনলোড করে ইনষ্টল করুন। এবার Super Fast Shutdown ক্লিক করলেই কয়েক সেকেন্ডর মধ্যে কম্পিউটার বন্ধ হয়ে যাবে। একই ভাবে Super Fast Reboot এর মাধ্যমে দ্রুত কম্পিউটার রিস্টার্ট করা যাবে।

১টি মন্তব্য

  1. মেহেদী ভাই , ঈদের আগাম শুভেচ্ছা,
    ভাইয়া দয়া করে বলবেন কি?
    কোন ফোলডার বা ড্রাইভ এর মধ্যে প্রবেশ করলে আমরা সাধারনত সাদা দেখতে পাই। কিন্তু কোন ফোলডার বা ড্রাইভ এর মধ্যে ব্যাকগ্রাউন্ট সাদার পরিবর্তে কোন ছবি যোগ করা যায় কিভাবে? বিস্তারিত ই-মেইলে জানাবেন ভাই,
    আল্লাহ হাফেজ,

মন্তব্য করুন