কমান্ড প্রম্পটের কমান্ড কপি এবং পেষ্ট করা
আমরা কমান্ড প্রম্পটে যে কাজ করি সেগুলো সাধারণভাবে সিলেক্ট বা কপি করা যায় না। কিন্তু আপনি যদি কোন কমান্ড কপি করতে চান তাহলে কমান্ড প্রম্পট উইন্ডোর টাইটেলবারে মাউসের ডান বাটন ক্লিক করে পপআপ মেনু থেকে Edit সিলেক্ট করে (অথবা উইন্ডোর মাঝে মাউসের ডান বাটন ক্লিক করে) Mark এ ক্লিক করুন। এখন কীবোর্ড বা মাউসের সাহায্যে ইচ্ছামত সিলেক্ট করে এন্টার প্রেস করুন। এরপরে নোটপ্যাড বা অন্য যায়গাতে স্বাভাবিকভাবে পেষ্ট করলেই হবে। এছাড়াও Mark সিলেক্ট না করে Select All সিলেক্ট করলে সমস্তকিছূ সিলেক্ট হবে।
আমার কাছে মেহদী আকরাম ভাইয়ের লেখা গুলো এত ভাল লাগে যা আমি কাউকে বলে বুজাতে পাররো না। ভাই আল্লাহ কে ধন্যবাদ জানাই কারন আল্লাহ আপনাকে এত ভাল একটা বেরেন দিছে। আর আপনি তা আমাদের সাথে সেয়ার করতেছেন। ভাই আমি আপনার সাথে একবার সরাসরি কথা বলেত পারলে নিজেকে ধন্য মনে করতাম। তাই যদি আপনার সাথে যোগাযোগ করার একটা সুযোগ দিতেন নিজেকে খুব ধন্য মনে করতাম। +৮৮০১৯১৮৯৫৯৩৩৮
আমার নম্বরটি http://www.shamokaldarpon.com/?page_id=2 এখানে আছে।