এক্সপি-ভিসতা ডুয়েল বুটে এক্সপিকে ডিফল্ট করা

সাধারণত মাইক্রোসফট উইন্ডোজ এক্সপির পরে উইন্ডোজ ভিসতা ইনস্টল করার ফলে ডিফল্ট অপারেটিং সিস্টেম হিসাবে ভিসতা সেট থাকে। এক্সপিতে ঢুকতে হলে বুটের সময় এক্সপি নির্বাচন করে ঢুকতে হয়। উইন্ডোজ এক্সপির বুট ফাইল পরিবর্তন করে এই ডিফল্ট অপটশনটি পরিবর্তন করা যায় না। উইন্ডোজ এক্সপিকে ডিফল্ট অপারেটিং সিস্টেম করতে চাইলে এ্যাডমিনিস্ট্রেটর হিসাবে ভিসতা চালু করে মাই কম্পিউটারের উপরে মাউসের ডান বাটন ক্লিক করে Properties এ ক্লিক করুন। এবার Advanced System Settings এ ক্লিক করে Startup and Recovery এর Settings বাটনে ক্লিক করুন। এখন Default operating system এ উইন্ডোজ এক্সপি নির্বাচন করুন। এভাবে পরবর্তিতে আবার উইন্ডোজ ভিসতাতে ফিরে আসা যাবে। এছাড়াও উইন্ডোজ ভিসতার কমান্ড প্রোম্পট থেকে bcdedit /default {ntldr} লিখে এন্টার করলেও উইন্ডোজ এক্সপি ডিফল্ট হিসাবে সেট হবে।

মন্তব্য করুন

×
কপিরাইট © ২০০৬-২০২৪ সমকাল দর্পণ. সর্বস্বত্ব সংরক্ষিত।
সার্বিক তত্ত্বাবধানে রয়েল টেকনোলজিস