সর্বশেষ আপডেট : January 10, 2023 তারিখে 7:13 pm
আজ : ৩১শে মার্চ, ২০২৩ ইং | ১৭ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ

এমপিথ্রি’র মান পরিবর্তন করা

মেহেদী আকরাম | September 16, 2009, 12:01 AM

এমপিথ্রি গানের মান নিয়ন্ত্রণ করে অর্থাৎ মান কম বা বেশী করে ফাইলের সাইজ কম বা বেশী করা যায়। এমপিথ্রি গানের সাইজ নিয়ন্ত্রণে ‘এমপিথ্রি কোয়ালিটি মোডিফায়ার’ সফটওয়্যারটি বেশ কাজের। এই সফটওয়্যার দ্বারা সহজেই গানের বিটরেট, ফিকোয়েন্সি পরিবর্তন করে গানের সাইজ কম বা বেশী করা যাবে। মাত্র ৩০০ কিলোবাইটের বহনযোগ্য, ফ্রিওয়্যার এই সফটওয়্যারটি www.inspire-soft.net এই সফটওয়্যাটি থেকে ডাউনলোড করা যাবে। সফটওয়্যারটি চালু করে Add Files / Add Folder বাটনে এ ক্লিক করে এমপিথ্রি ফাইলগুলো আনুন। এবার ফাইলগুলোর বামে চেক করে নিচের বিটরেট, ফিকোয়েন্সি ইত্যাদি পরিবর্তন করে Start Process বাটনে ক্লিক করলে (Destination এ) ডেক্সটপে Output ফোল্ডারে সেভ হবে।

১টি মন্তব্য

মন্তব্য করুন