প্রত্যেকটা মোবাইল ফোনের সতন্ত্র আইএমইআই (IMEI) নম্বর থাকে। এই আইএমইআই নম্বর দ্বারা জানা যায় মোবাইল কোন ব্যান্ডের, কোন মডেলের এবং কোথায় তৈরী হয়েছে।
আইএমইআই (IMEI) নম্বর জানা: মোবাইল ফোনে *#06# চাপলে ১৫-১৭ ডিজিটের সিরিয়াল নম্বর বা IMEI নম্বর আসবে। অথবা মোবাইল ফোনের ব্যাটারী খুললে সেটের সাথের স্টিকারে সিরিয়াল নম্বর বা IMEI নম্বর লিখা পাওয়া যাবে।
তথ্য জানা: বিস্তারিত তথ্য জানার জন্য www.zalex.name থেকে Check IMEI সফটওয়্যার ডাউনলোড করে ইনস্টল করে চালু করুন। এবার মোবাইল ফোন থেকে প্রাপ্ত সিরিয়াল নম্বর বা IMEI নম্বর এর প্রথম ৯ ডিজিট IMEI অংশে লিখে সার্চ করুন তাহলে নিচে ব্যান্ড, কোন মডেল এবং কোথায় তৈরী তার তথ্য আসবে।
Vai Amar kaz kore na…. First Digit disi … Search a Click Korle Not Found Lekah ase>>>>
প্রথম ৯ ডিজিট দিন।
Vai,
I cann’t use IMEI software (www.Zalex.name Website).After install this software,When i lunch this software
This message will appear:
CheckIMEI.exe-Application error
This application falied to initialize properly(0xc0000135).Click on to terminate the application.
ok
Please help me on this.
প্রথম ৯ ডিজিট ডিজিট দিয়ে দেখুন।
আর নিচের সাইটগুলো থেকেও পেতে পারেন।
http://www.66mobile.com/IMEI-check-stolen-phone.html
https://prod.eie.net.au/portal/template/MYMIMEIInquiry.vm
http://www.imei-check.co.uk/
Application Error দেখাচ্ছে কেন?????????