সর্বশেষ আপডেট : January 10, 2023 তারিখে 7:13 pm
আজ : ১৮ই মার্চ, ২০২৩ ইং | ৪ঠা চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ

বাংলায় ভাষায় প্রশ্ন-উত্তর প্লাটফরম Answersbd

মেহেদী আকরাম | October 6, 2012, 12:34 PM

ইন্টারনেট এর বিশাল জগতে ঘুরতে ঘুরতে বিভিন্ন প্রশ্ন বা সমস্যা এর মুখামুখি হতে হয় প্রতিনিয়ত। এসব প্রশ্নের উত্তর জানতে কাউকে না কাউকে রিবক্ত করতে হয় অথবা কেউ না কেউ আপনাকে বিরক্ত করে। একই প্রশ্নের উত্তর জানতে বা জানাতে জনপ্রিয় কিছু ওয়েবসাইটের আছে। জনপ্রিয় সাইট গুলো হচ্ছে http://answers.yahoo.com, http://ask.com/answers। এই সাইটগুলো হচ্ছে ইংরেজীতে।

বাংলা ভাষাতে প্রশ্ন-উত্তরের এমনই একটি সাইট হচ্ছে www.answersbd.com। অগণিত এসব প্রশ্ন গুলোকে সঠিক ক্যাটাগরী এর মধ্যে ফেলানো কষ্টকর, তারপরেও প্রশ্ন করা বা খুঁজে বরে করার সুবিধার্থে কিছু ক্যাটাগরী বা বিভাগ তৈরী করা হয়েছে। যেমন  জরুরি, ডাক্তার-খানা, ডাউনলোড, খেলাধূলা, সাহিত্য, সমাজ ও সংস্কৃতি, জীবনী, জানা-অজানা, সারাবিশ্ব, পড়াশোনা, বাংলাদেশ, ব্যবসা, বিজ্ঞান ও প্রযুক্তি, মোবাইল, কম্পিউটার, ইন্টারনেট ও ওয়েব, ওয়েব-ডেভেলপমেন্ট, ফ্রিল্যান্সিং, কেনাকাটা, স্টাইল ও ফ্যাশন, ধর্ম ও আধ্যাত্মিক, রাজনীতি, স্থান ও ভ্রমণ, প্রাণী ও জীবজন্ত, ক্যারিয়ার, স্বাস্থ্য ও ফিটনেস, খাদ্য ও পানীয়, বিল্ডিং ও নির্মাণ, শিল্প-কলা, চিত্তবিনোদন, পরিবার ও সম্পর্ক ইত্যাদি।

answersbd এর অনুরোধে লেখাটি প্রকাশিত হলো।

৮টি মন্তব্য

মন্তব্য করুন