বিনামূল্যে অফিস ফাইল রিকভারি সফটওয়্যার

উইন্ডোজ অপারেটিং সিস্টেমে মাইক্রোসফট অফিস অপরিহার্য। অফিসের দরকারী ফাইগুলো ভাইরাসে আক্রান্ত হলে বা অনান্য কারনে মুছে গেলে বা নষ্ট হলে খোলা যায় না। এসব ফাইলগুলো সহজে এবং দ্রুত রিকভার করার বিভিন্ন সফটওয়্যার আছে। এগুলোর মধ্যে ওয়ান্ডারশেয়ার অফিস রিকভারী অন্যতাম। এই সফটওয়্যার অফিস ৯৭ থেকে ২০০৭ পর্যন্ত সকল ধরনের ফাইল এবং পিডিএফ সমর্থন করে।
মাত্র ২.৮ মেগাবাইটের সফটওয়্যারটি www.data-recovery-utilities.com/office-recovery থেকে ডাউনলোড করা যাবে। বর্তমানে বিনামূল্যে সফটওয়্যারটি লাইসেন্স কী পাওয়া যাচ্ছে। এই ফ্রি অফারটি ১০এপ্রিল ২০১০ পর্যন্ত কার্যকর থাকবে। ফ্রি লাইসেন্স কী পেতে অফিস রিকভারী পেজে গিয়ে Get Keycode Free বাটনে ক্লিক করে নাম এবং ইমেইল ঠিকানা লিখে Get Keycode বাটনে ক্লিক করলে ইমেইলে কীকোডসহ সরাসরি ডাউনলোড লিংক আসবে।

৩ Comments on "বিনামূল্যে অফিস ফাইল রিকভারি সফটওয়্যার"

  1. মেহেদী শেয়ার করার জন্য ধন্যবাদ। আচ্ছা একটা জিনিস জিজ্ঞাসা করতে চাচ্ছিলাম। সেটা হলো আপনার এই সাইটের থিম ডিজাইনটি কে করেছে? আপনি করেছেন? থিমটা খুবই সুন্দর।

মন্তব্য করুন

×
কপিরাইট © ২০০৬-২০২৪ সমকাল দর্পণ. সর্বস্বত্ব সংরক্ষিত।
সার্বিক তত্ত্বাবধানে রয়েল টেকনোলজিস