ফাইল এবং ফোল্ডার তালিকা এবং তথ্য প্রিন্ট করা

কোন ফোল্ডারের অধীনে থাকা সকল ফোল্ডার, সাব-ফোল্ডার এবং ফাইলের বিভিন্ন তথ্য সংগ্রহ করতে হলে ফোল্ডার প্রিন্টারই সহজ সমাধান। এমনই এক ফোল্ডার প্রিন্টার হচ্ছে কারিনস ডাইরেক্টরি প্রিন্টার। মাত্র ১.২৩ মেগাবাইটের এই ফ্রিওয়্যার সফটওয়্যারটি www.karenware.com থেকে ডাউনলোড করতে পারেন।
এই সফটওয়্যার দ্বারা ফোল্ডার বা ফাইলের নাম, লোকেশন, শর্ট নাম, এক্সটেশন, ফাইল সাইজ, কমেপ্রসট সাইজ, এট্রিবিউট, ডেট ক্রিয়েটেড, ডেট লাস্ট মডিফাইড, ফাইল ভার্সন, MD5 ভার্সন, SHA-1 হ্যাস ইত্যাদি পাওয়া যাবে সাব-ফোল্ডার, হিডেন ফাইল, সিস্টেম ফাইল, রিড অনলি ফাইলসহ। আর এসবই প্রিন্ট করা এবং হার্ডডিক্সে সেভ করা যাবে।
এমনই আরেকটি ফোল্ডার প্রিন্টার হচ্ছে জেআর ডাইরেক্টরি প্রিন্টার যার বিস্তারিত পাওয়া যাবে www.shamokaldarpon.com/?p=388 এখানে।

১ Comments on "ফাইল এবং ফোল্ডার তালিকা এবং তথ্য প্রিন্ট করা"

মন্তব্য করুন

×
কপিরাইট © ২০০৬-২০২৪ সমকাল দর্পণ. সর্বস্বত্ব সংরক্ষিত।
সার্বিক তত্ত্বাবধানে রয়েল টেকনোলজিস