উইন্ডোজের জন্য সাফারি ব্রাউজার
ম্যাক অপারেটিং সিস্টেমের সফটওয়্যারগুলো সাধারণত উইন্ডোজ প্লাটফর্মে চলে না। তবে ম্যাকের ইন্টারনেট ব্রাউজার সাফারি এতোদিনে উইন্ডোজ উপযোগী না থাকলেও সাফারি ৩.০ উইন্ডোজের জন্য উম্মুক্ত করেছে এপেল। সাফারি ৩.০ ব্রাউজার ইন্টারনেট এক্সপ্লোরার ৭.০ থেকে দ্বিগুণ গতিতে এবং ফায়ারফক্স ২.০ থেকে ১.৬ গুণ গতিতে পৃষ্ঠা লোড নেয়। এবং সাফারি ৩.০ এর জাভাস্ক্রিপ্ট ইন্টারনেট এক্সপ্লোরার ৭.০ এবং ফায়ারফক্স থেকে দ্রুত কাজ করে। এছাড়াও ম্যাকে ব্যবহৃত সাফারির সকল সুবিধা রয়েছে এতে। সাফারিতে রয়েছে বিল্টইন প্রাইভেট ব্রাউজিং এবং আরএসএস। www.apple.com/safari সাইট থেকে বিনামূল্যে ডাউনলোড করে ব্যবহার করা যাবে।
বাংলা সাইট কি ঠিক ঠাক দেখায়?
কেন আমার এই সাইটাকি দেখায় না?
আমি চেষ্টা করেছি বাংলায় ওয়েব পেজ তৈরী করার