সর্বশেষ আপডেট : January 10, 2023 তারিখে 7:13 pm
আজ : ৩১শে মার্চ, ২০২৩ ইং | ১৭ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ

উইন্ডোজের জন্য সাফারি ব্রাউজার

admin | March 6, 2008, 12:03 AM

ম্যাক অপারেটিং সিস্টেমের সফটওয়্যারগুলো সাধারণত উইন্ডোজ প্লাটফর্মে চলে না। তবে ম্যাকের ইন্টারনেট ব্রাউজার সাফারি এতোদিনে উইন্ডোজ উপযোগী না থাকলেও সাফারি ৩.০ উইন্ডোজের জন্য উম্মুক্ত করেছে এপেল। সাফারি ৩.০ ব্রাউজার ইন্টারনেট এক্সপ্লোরার ৭.০ থেকে দ্বিগুণ গতিতে এবং ফায়ারফক্স ২.০ থেকে ১.৬ গুণ গতিতে পৃষ্ঠা লোড নেয়। এবং সাফারি ৩.০ এর জাভাস্ক্রিপ্ট ইন্টারনেট এক্সপ্লোরার ৭.০ এবং ফায়ারফক্স থেকে দ্রুত কাজ করে। এছাড়াও ম্যাকে ব্যবহৃত সাফারির সকল সুবিধা রয়েছে এতে। সাফারিতে রয়েছে বিল্টইন প্রাইভেট ব্রাউজিং এবং আরএসএস। www.apple.com/safari সাইট থেকে বিনামূল্যে ডাউনলোড করে ব্যবহার করা যাবে।

৪টি মন্তব্য

মন্তব্য করুন