অ্যামি অ্যাডমিন দ্বারা রিমোট কম্পিউটার নিয়ন্ত্রণ করা

ইন্টারনেটের মাধ্যমে রিমোট কম্পিউটার নিয়ন্ত্রণ করার বেশ কিছু ভালো সফটওয়্যার আছে। এগুলোর মধ্যে টিউভিউয়ার, লগমিইন অন্যতম। অ্যামি অ্যাডমিন এমনই একটি ছোট কিন্তু কার্যকরী রিমোট ডেক্সটপ সফটওয়্যার।
পোর্টেবল এই সফটওয়্যারটি ক্লাইন্ট এবং অপারেটর উভয়েরই চালু থাকতে হবে ফলে একটি আইডি পাওয়া যাবে।
অপারেটর Client’s ID or IP অংশে ক্লাইন্টের আইড অথবা লোকাল এরিয়া নেটওয়ার্কে হলে আইপি লিখে Connect বাটনে ক্লিক করবে।
ফলে ক্লাইন্টের কম্পিউটারে নিশ্চিতকরণ ডায়ালগ বক্স আসবে। এতে Accept বাটনে ক্লিক করলে অপারেটর ক্লাইন্টের ডেক্সটপ দেখতে পারবে এবং নিয়ন্ত্রণ করতে পারবে। ক্লাইন্ট যদি Accept বাটনে ক্লিক করার সময় Remember my answer for this operator চেক বক্স চেক করে তাহলে পরবর্তিতে অপারেটের আইডি থেকে অকসেস রিকোষ্টে আসলে নিশ্চিতকরণ ডায়ালগ বক্স না এসে সয়ংক্রিয়ভাবে কানেক্ট হয়ে যাবে।
এই সফটওয়্যারে ফাইল ম্যানেজার রয়েছে যার ফলে ফাইল আদান-প্রদান করা যাবে এবং ভয়েস চ্যাটিংও করা যাবে।
সফটওয়্যারটি www.ammyy.com থেকে ডাউনলোড করা যাবে।

৪ Comments on "অ্যামি অ্যাডমিন দ্বারা রিমোট কম্পিউটার নিয়ন্ত্রণ করা"

মন্তব্য করুন

×
কপিরাইট © ২০০৬-২০২৪ সমকাল দর্পণ. সর্বস্বত্ব সংরক্ষিত।
সার্বিক তত্ত্বাবধানে রয়েল টেকনোলজিস