সর্বশেষ আপডেট : January 10, 2023 তারিখে 7:13 pm
আজ : ২৪শে মার্চ, ২০২৩ ইং | ১০ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ

বহনযোগ্য সফটওয়্যার

admin | November 6, 2007, 10:13 PM

বহনযোগ্য (পোর্টেবল) সফটওয়্যার সম্পর্কে খুব একটা ধারণা অনেকেরই নেই। বহনযোগ্য সফটওয়্যারের মূল সুবিধা হচ্ছে এটা ইনষ্টলের ঝামেলা নেই এবং যেকোন বহনযোগ্য ডিভাইসে (ফ্লাশ ডিক্স/কমপ্যাক্ট ডিক্স) রেখে কাজ করা যায়। ফলে কোন ঝামেলা বা অপারেটিং সিস্টেমের ফাইল সাপোর্ট ছাড়ায় সরাসরি চালানো যায়। তবে খুব বেশী বহনযোগ্য সফটওয়্যার তৈরী হয়না। তবে http://portableapps.com ওয়েব সাইট থেকে বেশ কিছু বহনযোগ্য সফটওয়্যার বিনামূল্যে ডাউনলোড করে ব্যবহার করতে পারেন। এখানে মজিলা ফায়ারফক্স, ম্যাক অপারেটিং সিস্টেম ক্লাসিক ৭, অনস্কিন কীবোর্ড, নোট প্যাড, এনভিউ এবং কমপ্রজার (ওয়েবপেজ এডিটর), গেমস, জিআইএমডি (ইমেজ এডিটর), ফাইল জিলা (এফটিপি ক্লাইন্ট), মিউজিক/ভিডিও প্লেয়ার, ওপেন অফিস, সুমাত্রা পিডিএফ (পিডিএফ ভিউয়ার), ৭-জিফ (ফাইল কমেপ্রসর), ক্লাম উইন (এন্টিভাইরাস), কমান্ড প্রোমট ইত্যাদি বহনযোগ্য সফটওয়্যার পাওয়া যাবে।

২টি মন্তব্য

  1. স্লাকস ফাইলটা িকভাবে ব্যাবহার করব তা খুজে পাচ্ছিলাম না। এখন একটা ধারনা পেলাম। যদি এভাবে না হয় তবে আপনাকে ফোন করব। প্লিজ বিরক্ত হবেন না। আর লঅইভ সিডর লিংক দুটি কাজ করছে না কি করি বলুন তো। আমার এখানে বাংলা লেখা ঠিক ভােব হচ্ছ না।
    মোঃ ফরহাদুল ইসলাম

মন্তব্য করুন