সর্বশেষ আপডেট : January 10, 2023 তারিখে 7:13 pm
আজ : ১৬ই মার্চ, ২০২৩ ইং | ২রা চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ

স্কইপের সাহায্যে ডেক্সটপ শেয়ার দেওয়া

মেহেদী আকরাম | September 3, 2012, 8:27 AM

ইন্টারনেটের মাধ্যমে কথা বলা বা ভিডিও চ্যাটিং করা এখন স্বাভাবিক একটা বিষয় হয়ে গেছে ফলে অনেকেরই কম্পিউটারে স্কাইপ ইনস্টল আছে দেখা যায়। স্কাইপ তাদের গ্রাহকদের ভিডিও কলের মতই ডেক্সটপকে দেখানোর সুবিধা দিয়েছে ফলে অডিও এর সাথে নিজের ডেক্সটপকে শেয়ার করা যাবে। রিমোট ডেক্সটপের মতই এটা আলাদা কোন সফটওয়্যার ছাড়ায় শুধুমাত্র ডেক্সটপকে দেখানো যাবে, তবে কোন নিয়ন্ত্রণ করা যাবে না। তবে প্রিমিয়াম ব্যাবহারকারীরা চাইলে গ্রুপে ডেক্সটপ শেয়ার করতে পারবে।
ডেক্সটপ শেয়ার করার জন্য স্কাইপ চালু করে যাকে ডেক্সটপ শেয়ার দিতে চান বাম পাশের কনট্যাক্ট প্যানেল থেকে সেই ইউজারের উপরে মাউসের ডান বাটন ক্লিক করে অথবা Call মেনুতে ক্লিক করে Share Your Screen-> Share Full Screen এ ক্লিক করুন।
তাহলে একটি ডায়ালগ বক্স আসবে এখানে OK বাটনে ক্লিক করলে ভিডিও কল যাবে। যাকে কল করেছেন সে কলটি রিসিভ করলে আপনার ডেক্সটপ দেখতে পারবে।
স্কাইপ ডাউনলোড: http://www.skype.com

মন্তব্য করুন