ডেক্সটপে আনুন ডিস্কের শর্টকাট লিংক

কোন ফ্লাশ ডিস্কে বা সিডি/ডিভিডি ড্রাইভে প্রবেশ করালে যদি তার শর্টকাট ডেক্সটপে সয়ংক্রিয়ভাবে চলে আসতো তাহলে কেমন হতো! Desktop Media সফটওয়্যার দ্বারা এমনই সুবিধা পাওয়া যাবে। ফ্রিওয়্যার এই সফটওয়্যারটি www.ianandmonica.com/desktopmedia/ এই সাইট থেকে ডাউনলোড করে ইনস্টল করে নিন। ইনস্টল করার পরে পোর্টেবল হিসাবেও ব্যবহার করা যাবে। এবার সফটওয়্যারটি চালু করে সিস্টেমট্রেতে আইকনে দুইবার ক্লিক করে অপশনস থেকে ড্রাইভ টাইপসে কোন্‌ কোন্‌ ধরনের ড্রাইভ (removable drives, fixed drives, network/remote drives, CD/DVD drives and RAM disks) সংযুক্ত হলে তার শর্টকাট ডেক্সটপে আসবে তা নির্বাচন করে Ok করলেই হবে। ডিফল্ট হিসাবে রিমুভাল ড্রাইভ এবং সিডি/ডিভিডি ড্রাইভ থাকে। এরপর থেকে উক্ত নির্বাচিত ডিস্ক ইনসার্ট করলেই তার শর্টকাট ডেক্সটপে আসবে আর রিমুভ করলে ডেক্সপট থেকে উক্ত শর্টকাট আইকন চলে যাবে।

৪ Comments on "ডেক্সটপে আনুন ডিস্কের শর্টকাট লিংক"

  1. আমি এই সফ্টয়াটি ডাউনলোড করতে পারছি না এই সফ্টয়ারিটির সাইটে গেলে দুটি ইমেজ আসে আমি কিভাবে এই সফ্টয়ারটি ডাউনলোড করবো জানালে উপকৃত হব।

মন্তব্য করুন

×
কপিরাইট © ২০০৬-২০২৪ সমকাল দর্পণ. সর্বস্বত্ব সংরক্ষিত।
সার্বিক তত্ত্বাবধানে রয়েল টেকনোলজিস