সয়ংক্রিয়ভাবে ডেক্সটপের ফাইল সরানো

কম্পিউটারের উইন্ডোজ নষ্ট হলে বা নতুন করে ইনস্টল দিলে সাধারণত ডেক্সটপের ফাইল উদ্ধার করা কষ্টকর হয়ে উঠে। তাই ডেক্সটপে ফাইল/ফোল্ডার না রাখাই নিরাপদ। কিন্তু অনেকেই ডেক্সটপে ফাইল বা ফোল্ডার রাখে। তাদের অভ্যাসতো আর তাড়াতাড়ি বদলানো যাবে না, তাই এমন যদি হয় ডেক্সটপে ফাইল বা ফোল্ডার রাখার সাথে সাথে নির্দিষ্ট ফোল্ডারে সয়ংক্রিয়ভাবে সেগুলো স্থানান্তর হবে তাহলে তেমন হয়! Desktop Teleporter নামের এই সফটওয়্যারটি দ্বারা এই সুবিধা পাওয়া যাবে। মাত্র ৮২৫ কিলোবাইটের (২.৩৫ মেগাবাইট) এই ফ্রিওয়্যার, পোর্টেবল সফটওয়্যারটি http://tchikien.donationcoders.com বা http://cli.gs/2GmA6U থেকে ডাউনলোড করতে পারবেন। সফটওয়্যারটি চালু করে Folders ট্যাব থেকে কোন ফোল্ডারে ডেক্সটপের ফাইল/ফোল্ডার সরানো হবে তা দেখিয়ে দিন এবং Miscellaneous ট্যাব থেকে Auto start চেক করে সফটওয়্যাটি হাইড করুন। ব্যাস এখন ডেক্সটপে কোন ফাইল রেখে দেখুন তা নির্দিষ্ট ফোল্ডার মুভ হয়ে যাচ্ছে।

২ Comments on "সয়ংক্রিয়ভাবে ডেক্সটপের ফাইল সরানো"

মন্তব্য করুন

×
কপিরাইট © ২০০৬-২০২৪ সমকাল দর্পণ. সর্বস্বত্ব সংরক্ষিত।
সার্বিক তত্ত্বাবধানে রয়েল টেকনোলজিস