উম্মুক্ত এবং ফ্রি ওয়েব ব্রাউজার মজিলা ফায়ারফক্সের জনপ্রিয়তা দিনে দিনে বেড়েই চলেছে। যদিও বর্তমানে ওয়েব ব্রাউজারের ব্যবহারের দিক থেকে মাইক্রোসফটের ইন্টারনেট এক্সপ্লোরার এগিয়ে রয়েছে। ধারণা করা হচ্ছে ওয়েব ব্রাউজারের ভূবনে ফায়ারফক্স শীর্ষে উঠে যাবে। ২০০৭ সালের সেপ্টেম্বর পর্যন্ত মজিলা ফায়ারফক্স ডাউনলোড করা হয়েছিলো ৪০ কোটি এবং ধারণা করা হয়েছিলো ২০০৮ সালের ১৫ এপ্রিল নাগাদ ৫০ কোটি ছাড়িয়ে যাবে। কিন্তু তার আগেই ২২ ফেব্রুয়ারী ৫০ কোটি ডাউনলোড ছাড়িয়ে গেল। মজিলার নিজস্ব ব্লগ http://blog.mozilla.com সাইটে এবং www.spreadfirefox.com সাইটে তা আনুষ্ঠানিক ভাবে প্রকাশ করা হয়। এতেই বোঝা যায় মজিলা ফায়ারফক্সের জনপ্রিয়তা তুলনামূলক ভাবে বাড়ছে। এবার নতুন লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। আশা করা হচ্ছে ৩০ জুলাই ২০০৮ এর মধ্যে ৬০ কোটিতে পৌছাবে মজিলা ফায়ারফক্স ডাউনলোড। কিছু দিন আগে ফায়ারফক্সে ৩ এর বিটা ৩ উম্মুক্ত করা হয়েছে।
I just love FIREFOX